তোর প্রেমিকা না হয়ে আমি তোর জ্বলন্ত সিগারেট হতে চাই বাবুসোনা।
প্রেমিকা কখনো একঘেয়ে হয়ে যায়
সেটা আড়াল করতে খুঁজতে হয় অজস্র অজুহাত।
কিন্তু বাবুসোনা তোর জ্বলন্ত সিগারেট টা দু আঙ্গুলে জড়িয়ে ধরে যখন ঠোঁটে নিয়ে আদর করিস আমার খুব হিংসা হয় রে।
আমার সাথে রোজ দেখা করতে তোর
অনেক অসুবিধা বাবুসোনা,
রোজ ফোনটাও করিস না, কিন্তু
জ্বলন্ত সিগারেটকে তোর মিষ্টি ঠোঁটের
কিস করতে তোর একদিন ও ভুল হয় না।
আমি আর তোর প্রেমিকা
হতে চাই না বাবুসোনা।
তোর সিগারেট হয়ে ঘনঘন নতুন হয়ে এসে তোর আঙ্গুলের ছোঁয়ায় তোর ঠোঁটের আদরে পুড়তে পুড়তে ছাই হয়ে যেতে চাই।

Comments
Post a Comment