
এলোমেলো ছড়ানো-ছিটানো
বইখাতা তুলি পেন্সিল,
এক কোণে জেগে থাকা টেবিল-ল্যাম্প
লেখার টেবিল ---
স্তূপীকৃত জামাকাপড় আর কাগজপত্রের ভিড়ে
অপ্রশস্ত বিছানায় গড়াগড়ি বছর-দিন-মাস
সংসার,দাম্পত্য,খুনসুটি ও সহবাস |
দাপাদাপি, চাপাচাপি, তুমুল চিৎকার ---
মুখোমুখি বসি, কথা হয়, হাসি হয়
আমাদের ঘিরে ধরে ছন্দের পছন্দে
রুপোলি গিটার |
অস্থির রাগ কখনো গরগর
অনুরাগ কখনো ঝর ঝর
খোলাখুলি,গোলাগুলি,চোটপাট চলে
গাঢ় রাত্রির বেডকভার কত কথা বলে...
আমি যখন ওড়াই সাদা পতাকা,
দেখাদেখি তুমিও ওড়াও শ্বেত কবুতর |
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।
Comments
Post a Comment