শ্মশানে
জ্বলে উঠলো যে আগুন
সে কি শেষটুকু পোড়াবে
ধোঁয়া তো ছুটে চলেছে শূন্য থেকে শূন্যে
তারপরও যেভাবে
পিন্ডি, আত্মা নিয়ে ছেলেখেলা করে
তার দোসর হিচকি দিয়ে ওঠে, অকারণে
আর বদলে যায়
যে দেহ
তারও অহঙ্কার শূন্য করতে শূন্য হয়ে যায়
অস্তিত্বে
যে পাপ ছুঁয়ে থাকে
তার দায় মোচন প্রয়োজন আছে , ঋণশোধে
তারপর ভালোবাসায় যেমন করে পূণ্য হেঁসে ওঠে
=====000=====
রাজু মণ্ডল, মৌশোল, তাড়দহ, কে এল সি, দক্ষিণ ২৪ পরগনা

Comments
Post a Comment