কবিতা ।। শ্রাবণ এলে শালিক ঘামে ।। জগবন্ধু হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। শ্রাবণ এলে শালিক ঘামে ।। জগবন্ধু হালদার




শ্রাবণ এলেই তোর ঘন চুল ঝাপটে আসে মুখে
বৃষ্টিও বেশ চুপিসাড়ে আগুন জ্বালে বুকে।

আগুন জ্বলে, সঙ্গে হাঁটে ,তুঁসের মধ্যে শাসায়
বুকের ভিতর ফাঁকা দুপুর অসভ্য হাত বাড়ায়।

আমিও সদ্য স্নান সেরে তোকেই তখন ছুঁয়ে
বারণবিহীন তৃষিত মেঘ তীব্র একগুঁয়ে।

বুকে-মুখে, রেশম চুলে মত্ত খোঁজাখুঁজি
শৈলশির না অতল নদী? পরিসর না ঘুঁজি?

অমোঘ সুখ প্রেমে নাকি দীর্ঘ সহবাসে?
সাঁকোয় বসে ডানা শুকোয় শালিক  শ্রাবণমাসে।

সব রিলেশন শর্তজাত আক্ষেপ জানি বৃথা
শ্রাবণ এলেই তবু ভুগি, বিকট শূন্যতায় ।

শরীর জাগে গোপনে দ্যায় নিষিদ্ধ হাতছানি 
ঝিঙে মাচায় সোহাগী রোদ  মুঠোয় পরাগধানী।

তোরও কী মোম গলে ঘড়িও যায় থমকে!
চুপি চুপি বলে রাখি হয়তো যাবি চমকে --

ভেজা মেঘে আর পুড়িনা, পাঁড় নেশাখোর
আগুন বলতে এখন বুঝি আঁশটে গহ্বর।। 
 



No comments:

Post a Comment