সকাল যেহেতু... একটু ভরসা হয়েই যায়।
আলোর আনাগোনা, পাখির আলাপচারিতা
আকাশের নীল, হাওয়ায় অংশগ্রহণের সার্থকতা;
সময় যেন একটু নির্দ্বিধায় গড়ায়।
নিজের কথা নিজের মতন করে
জলের আন্তরিকতায় সেই সব খুব সাবলীল।
ভাবনাগুলোতে আজ উড়ানেরা সামিল,
শূন্যতা আজ বড় বেমানান এমনকি কার্ণিশের ওপরে।
তুমি আর আমিতে চোরাস্রোতগুলো কমে,
প্রশ্নেরা বিলীন হয় এক একটা ধাপ;
দ্বিধা শুনলে শুধুই মনে হয় প্রলাপ
না-পাওয়ার আঁকিবুঁকি সব বাতিল মনোক্রমে।
ভালোবাসার সার দেওয়া জানলার দিকে প্রথম চাহনির গোড়ায়।
সকাল যেহেতু...অনেকটা ভরসা হয়েই যায়।
----------------------
প্রতীক মিত্র
কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ


Comments
Post a Comment