কবিতা ।। সেকেন্দার আলি সেখ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, July 18, 2021

কবিতা ।। সেকেন্দার আলি সেখ



চোখ বুজলেই দেখতে পাই তোমার মুখ
সবুজ ঘাসের সরু মেঠো পথে
দেখতে পাই দখিনা বাতাসে তোমার শাড়ি উড়ছে
নাম না জানা সবুজ গাছ থেকে ভেসে আসছে সুবাস
ফুলেল সুবাস ছড়িয়ে পড়েছে বেলাভূমি জুড়ে
তুমি হাত বাড়িয়ে আমাকে ডাকছো 
আমি ছুটে গিয়ে তোমার হাতে হাত রাখি পরম স্নিগ্ধতায় ।

আনন্দের মাঝে হঠাৎ সুখ-স্বপ্ন অভিমানে রাঙা হলে
আতি-পাতি করে খুঁজি তোমার মুখ -- নরম শরীর
দূরে দৃষ্টি ছড়িয়ে খুঁজি তোমার রূপসী মুখ-- টানা চোখ
খুঁজতে থাকি সবুজ ঘাসের মেঠোপথে হারানো সুঘ্রাণ
খুঁজে-- খুঁজে পতাকার মতো তোমার রঞ্জিত আঁচলে
খুঁজে ফিরি হারানো শান্তির গোধূলি, ভালেনটাইন পার্ক
একসময় বুকে টেনে নিই-- কালো চুলের ঘ্রাণ।

গন্ধ নাকে এলেও পাইনা ফুলের বাগান, কোমল পদচিহ্ন
চোখে পড়েনা সেই মায়াবী হাসি, তোমার আন্তরিক হাতছানি
নদীর সঙ্গমে সমস্ত হিসাব জোয়ারের জল মুছে দিয়ে যায়
কিশোরবেলার সেই হিসাব বারবার মেলাতে পারিনি
শুধু একটা নাম না জানা সুখে রাতের প্রহর আটকে যায় 
আমি ব্যথাভরা মনে দূরে তাকাই, চোখ  মেলি পাহাড়ে পর্বতে....
ছুটে যাই শহরে নগরে লোকালয়ে .... খুঁজি শরীরী ছন্দ।

-----------------------------------
 

No comments:

Post a Comment