নিঃসঙ্গ। নিঃশব্দ। কারাগার। অমল স্যার। পিনড্রপ সায়লেন্স।
গোয়ার্তুমি। কমল সুর। দুবার স্পষ্ট। একবার বিড়বিড়
রোলনম্বর ওয়ান থ্রি। সুদেষ্না.....
অমলস্যার অজান্তে রেখে দেয় কারণ।
বিধাতা বোধহয় সহায় হয়।
এক দুই তিন না মোট দিন দশ।
দুচোখ কেন চঞ্চল । তৎপর। জ্বালা জ্বালা।
আমি কাঁদতে পারবনা। পারবনা। আমি শক্ত।
তুমি তো বলতে......
হেটস্যার। সুদেষ্না অনুপস্থিত। কে জ্ঞাত?
লাবণী। স্যার ওর বাবার বদলির চাকরি.....
পরিধি কেন ভেঙে চুরমার হচ্ছে।
আমি সীমানা। নাকি আমার কোন নিলজ্জ চাওয়া
তুমি ফিরবে না এই হাতুড়ি ভাঙা শহরে
হয় তো ভুলে যাওয়া হবে দুজনের উপস্থিতি.....
পরের বছর রোল কলে তুমি নিঃচিহ্ন। বিলীয়মান রঙ......
--
গোয়ার্তুমি। কমল সুর। দুবার স্পষ্ট। একবার বিড়বিড়
রোলনম্বর ওয়ান থ্রি। সুদেষ্না.....
অমলস্যার অজান্তে রেখে দেয় কারণ।
বিধাতা বোধহয় সহায় হয়।
এক দুই তিন না মোট দিন দশ।
দুচোখ কেন চঞ্চল । তৎপর। জ্বালা জ্বালা।
আমি কাঁদতে পারবনা। পারবনা। আমি শক্ত।
তুমি তো বলতে......
হেটস্যার। সুদেষ্না অনুপস্থিত। কে জ্ঞাত?
লাবণী। স্যার ওর বাবার বদলির চাকরি.....
পরিধি কেন ভেঙে চুরমার হচ্ছে।
আমি সীমানা। নাকি আমার কোন নিলজ্জ চাওয়া
তুমি ফিরবে না এই হাতুড়ি ভাঙা শহরে
হয় তো ভুলে যাওয়া হবে দুজনের উপস্থিতি.....
পরের বছর রোল কলে তুমি নিঃচিহ্ন। বিলীয়মান রঙ......
--


Comments
Post a Comment