ঋতু সমাচার
রঞ্জন কুমার মণ্ডল
খাঁ খাঁ রোদ্দুর তপ্ত দুপুর
ত্রাহি ত্রাহি রব ওঠে
সরস ফলের নীরব হাসিতে
'গ্রীষ্ম' এসে জোটে।
ধারাসম্পাত মন করে মাত
ফুল ফুটে রোজ হাসে
মেঘ কলতান শ্রাবণের গান
'বর্ষা' হেসেই আসে।
শিউলি ফোটে সুবাস ছড়ায়
সফেদ হাসি কাশে
দুধসাদা মেঘ নীল আকাশে
হেসেই 'শরৎ' আসে।
সোনালী ধান মাঠ কি মাঠ
আঘায়নী ধান কয়
নতুন ধানের হবে উৎসব
'হেমন্ত' বার্তা দেয়।
হিমেল বাতাস কাঁপন ধরায়
পোষ পাবনের গীত
সবুজ খন্দ করে আনন্দ
এসেই হাজির 'শীত'।
দোল উৎসব ফাগের খেলা
চড়ক, গাজন মেলা
অলি'র গান পিক কলতান
'বসন্ত' খায় দোলা।
===================
রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ, মহেশতলা (ওয়ার্ড-35)
জেলা-দক্ষিণ ২৪ পরগণা।
পিন- ৭০০১৩৭. পশ্চিমবঙ্গ।
Comments
Post a Comment