কাল নিশিতে
কৌস্তুভ যোদ্দার
কাল নিশিতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম-
তোমার কোলে আমার মাথা,
আমি চমকে উঠলাম!
টিলার উপর উরুদ্বয় ,চুল যে ছিল এলো
ঘুমিয়ে আমি সেই টিলাতে,লাগছিল ভীষণ ভালো
লক্ষ্য পাহাড় মধ্যকার বলো কবে গেল ভেঙে,
নির্জনতায় স্বপ্ন আসলে বাস্তবতাকে কেনে।
পরনে ছিল নীল নীলাভ বক্ষ জুড়ে লাল আভার ছটা,
কেটেছে সময় অগণিত-'বাজে এখন কটা?'
ঘড়ির পানে চেয়ে দুজন-শূন্য নদীতে দিলাম ঝাঁপ,
সেই ঝাঁপেতেই ছাড়াছাড়ি;এখন স্বপ্ন দোলায় কাঁপ।
কাঁপছি আমি,কাঁপছে শহর -জানি না কাঁপছো নাকো তুমি!
কাঁপার কথা ভেবে হয়তো,ভাবছো -পাগলামি।
________
কৌস্তুভ যোদ্দার
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগানা
Comments
Post a Comment