নিরঞ্জন মণ্ডল
রাতের ঘুমে স্বপ্ন এসে সামনে দাঁড়ায় যদি
আমি তখন সুর কলকল বাঁধন হারা নদী।
নদীর চরে দুলতে থাকে সফেদ জটার কাশ
টুকরো মেঘে উঠবে জেগে শিউলি ফুলের বাস।
মেঘের ফাঁকে আলোর রেখায় সাকার অলোক মুখ
আগমনীর গান ভেসে যায় উজিয়ে দিয়ে সুখ।
আকাশ-গাঙে মিটমিটানো হিরের পারা তারা
ডাক পাঠাবে উড়াল দিতে, ঢাকের কাঠির সাড়া
আঁধার বুকের গহিন কোণে--নাড়িয়ে দেবে পা
পাগলা হাওয়া বলবে এসে --যা রে খোকন যা;
তোর নাগালে আসল যখন দুর্গা মায়ের ডাক
সেই ডাকেতে সাগর মুখো সজল বিভোর থাক।
সাগর জলের অতল নীলে ঝিনুক পাতে বুক
তার গহিনে মুক্তো নিটোল জানাতে উৎসুক
শারদ বেলার উচ্ছ্বলতায় নীলের ছোঁয়া চাই,
নীল পদ্মের অমল ছটায় যে রূপ খুঁজে পাই
তার ছোঁয়াতে মুছতে যে চাই আমার মলিনতা ;
জগত জুড়ে চাই ছড়াতে বাঁচার বাড়ার কথা।
বছর ফেরে শিউলি আসে জাগে সফেদ কাশ
নতুন রূপেই বছর বছর শারদ পুজোর মাস
আসবে ফিরে, তাকে ঘিরেই স্বপ্ন-ঘুমের রাত
এই দুনিয়ায় জাগবে অঢেল সবল বরদ-হাত।
কলকলাবে সুখের নদী ছুটবে সাগর মুখে,
সীমানা হীন নীল জাগাবে সফেদ ফেনা বুকে।
সেই ফেনাতেই থাকবে আঁকা শারদ পুজোর কায়া,
জগত জুড়ে বাড়বে রোজই এ উৎসবের ছায়া।
-----------------------
Comments
Post a Comment