ভালোবাসা বুকে এসো
শ্রাবণ কয়াল
পাখটি বসতেই উধাও রোদ
কেউ কবিতা লিখতে বলল
আমি লিখলাম না
হাঁটতে শুরু করলাম উত্তর দিক
কল্পনায় বাদাম খেতে দেখলাম
এক প্রেমিকাকে
চোখের ভিতর একটা নদী বইছে
গতরাতে জানালায় ভালোবাসা এসেছিল
তখন ঘুমে আচ্ছন্ন...
ভালোবাসা হেঁটে যাচ্ছে চোখ বরাবর
চুরুট টানতে টানতে বললাম
ভালোবাসা আমায় বুকে এসে বসো।
==============
শ্রাবণ কয়াল
পাথরবেড়িয়া (লক্ষিকান্তপুর)
পোষ্ট:চন্ডীপুর
পুলিশ ষ্টেশন:ঢোলা হাট
জেলা :দক্ষিণ ২৪ পরগণা
পোষ্ট:চন্ডীপুর
পুলিশ ষ্টেশন:ঢোলা হাট
জেলা :দক্ষিণ ২৪ পরগণা
Comments
Post a Comment