অজিত কুমার জানা
নববর্ষ নক্ষত্র
তাপবৃক্ষে বসে বৈশাখ,
ঝিঁঝিঁ বাঁশরি হাতে।
রাই কিশোরী রোদ,
উষ্ণ নূপুর পলকে,
দুপুর পুড়ে নীরবে।
তাপ জল ঘাম স্রোতে,
বৈশাখী ডিঙি বেয়ে।
রাজ সিংহাসনে নতুন বছর,
তাপের টোপর মাথায়।
ধূলো, ধূলো হয়ে যাচ্ছে,
জলন্ত উনুন পিচরাস্তা।
উচ্চরক্ত চাপে হাঁস ফাঁস,
চলন্ত গাড়ির চাকা।
শীততাপ নিয়ন্ত্রিত হলে,
জ্বলে নববর্ষ নক্ষত্র।
==================
অজিত কুমার জানা, গ্রাম +পোষ্ট-কোটরা, থানা-শ্যামপুর জেলা-হাওড়া, পিন-৭১১৩০১,
পশ্চিমবঙ্গ, ভারত।
Comments
Post a Comment