নববর্ষের শপথ
সঞ্জয় বৈরাগ্য
আরও একটি বছর গেল চলে, মধ্যরাতের পরে
স্মৃতিপটে রয়ে যাবে সে চিরদিনের তরে।
নববর্ষের বার্তা পৌঁছে যাক্ সবার ঘরে ঘরে
অহিংসা, ঐক্যতা, সুস্থতা -- থাক্, সারা জীবন ভরে।
ভুলে গিয়ে, বিগত বছরের না পাওয়া আর অপূরণীয় আশা,
মুছে দাও হৃদয়ে'তে জমা যত, না পাওয়ার ভাষা।
রাত্রি শেষে বর্ষ শেষ হয়েছে এখন,
নতুন প্রভাতে, নব ঊষা ছড়ালো কিরণ।
বৃক্ষ শাখায় পাখিরা করছে কূজন,
সুমিষ্ট কলতানে ভরেছে ভুবন।
আকাশ, বাতাস, পাহাড় ছিল যেমনি
স্রোতস্বিনী নদীধারা বইছে তেমনি।
পুরোনো বছর হল শেষ গত মধ্যরাতে,
শুভেচ্ছা বিনিময় হবে আজ সকলের সাথে।
এসো, নতুন বছরে নিই নতুন শপথ --- রেখে হাত হাতে,
'গরীব, দুঃখী, আর্ত যারা রয়েছে ফুটপাতে
বিবেকবোধে জাগ্রত হয়ে দাঁড়াবো তাদের পাশে।'
================
✒️ সঞ্জয় বৈরাগ্য
কৃষ্ণনগর, নদীয়া।
Comments
Post a Comment