পৃথিবী আর মানুষ
প্রিয়া বসাক
পৃথিবী হলো সৌন্দর্য আর সবুজের ভান্ডার,
তাই পৃথিবী মাতার মহিমা অপার।
পৃথিবীর জীবন আলোয় ভরা,
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা।
পৃথিবী হলো বৃক্ষ আর প্রকৃতি মাতার দান,
নিঃস্বার্থ হয়ে আমাদেরকে দেয় অন্ন, বস্ত্র, বাসস্থান।
পৃথিবীর সৌন্দর্যের আর এক বিষয় মানুষ,
আর মানুষই হয়ে উঠেছে পৃথিবীকে আঘাত করার চাবুক।
কঠোর, স্বার্থপর মানুষের মন,
নিজ স্বার্থে ধ্বংস করে চলেছে পৃথিবীর জীবন।
কাটছে গাছ, গড়ছে কংক্রিটের বাগান,
মানুষ কী এতটাই পাষাণ ? নেই পৃথিবী মায়ের প্রতি টান।
পৃথিবী চিৎকার করে বলছে বাঁচতে চাই........!
আর মানুষই বানাতে পারে পৃথিবীকে বাঁচানোর উপায়।
একটা গাছ কাটলে লাগাতে হবে দশটা গাছ,
এটাই মানুষের হবে গুরুত্বপূর্ণ কাজ।
গাছ লাগিয়ে বাঁচাবো আমরা পৃথিবীর জীবন,
তবেই তো ‘পৃথিবী’ হয়ে থাকবে ‘মা’ এর মতো আপন।।
========
Priya Basak
Gangarampur, Dakshin Dinajpur,733124
Comments
Post a Comment