নতুন বছর
অশোক দাশ
নোতুন বছর নোতুন প্রত্যাশা
প্রতিবারই নিষ্ফল পাথরে মাথা কোটে।
কান্নার কলরব
আঁধার ঘরে জোনাকি
টিকটিকির টিক টিক শব্দ
ভাঙা ঘরে উঁকি মারে পূর্ণিমার চাঁদ।
দিনা আনা দিন খাওয়ার যন্ত্রণা
ক্রমশ বেড়েই চলে।
নোতুন বছর আসে দ্বারে দীন বেশে,
উপোসী জঠরে দহন জ্বালা নেভে না
ভয় সন্ত্রাসের আতঙ্ক কাটে না
যুবতী কন্যার লজ্জা কমে না।
নোতুন বছর তোমাকে চাই
রাঙা রোদ্দুরে
ভালোবাসার সোহাগ সিঁদুরে
পোয়াতি ধানের সোনালী শিষে।
ধোঁয়া ওঠা কারখানার চিমনিতে
সব হাতে কাজের আনন্দে
সব কুঁড়ির ফুটন্ত পলাশে।
নোতুন বছর তোমাকে চাই
রামধনু রঙে
কাঁটাতারের যন্ত্রণা মুছে
একতার মিলনে।
নোতুন বছর তোমাকে চাই
অনিকেত জীবনের
নিরাপত্তার শান্তিনিকেতনে
ভালোবাসার নিবিড় আলিঙ্গনে
মানবতার আনন্দ আশ্রমে।
====================================
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ ,ভারত।
Comments
Post a Comment