অনুভূতির বারোমাস্যা
প্রদীপ বিশ্বাস
অনুভূতির বারোমাস্যা
কালান্তরে বর্ষে,
কারো কাটে দুখেতে দিন
কেউ বা যাপে হর্ষে!
প্রতিষ্ঠার এক দ্বান্দ্বিক পথে
দড়ি টানাটানি,
পথে ঘাটে হাটে বাটে
শুধুই হানাহানি!
অজস্র সব রহস্যেতে
গল্প-গাথা ভরা,
কখনো বা উল্লসিত
বিবশিত ধরা!
সাফল্য আর অসাফল্যের
কানামাছি খেলা,
কেউ বা কাঁদে কেউ বা হাসে
দিন বদলের মেলা!
নীতিশূন্য রুদ্ধ পথে
গড্ডালিকায় চলে,
দূষণ-ক্লিন্ন মানবতা
ডুবছে গভীর জলে!
==============
প্রদীপ বিশ্বাস
২০৬ সুভাষনগর রোড
দমদম ক্যান্টনমেন্ট, কোলকাতা - ৬৫
Comments
Post a Comment