কবিতা ।। স্বাধীন দিনে ।। বিবেকানন্দ নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। স্বাধীন দিনে ।। বিবেকানন্দ নস্কর

স্বাধীন  দিনে

বিবেকানন্দ নস্কর


স্বাধীনতা দিনটা এলে ঘোরের মধ‍্যে থাকি
পিছন ফিরে জলভরা চোখ,তাকেই কাছে ডাকি।
স্বাধীনতায় কি এসে যায়, ভাবছে যারা ফাঁকি
স্বাধীন দিনে সুখের  আলোয় ভরলো তাদের  আঁখি ।

অনেক অভাব অনেক দাবী অনেক অভিযোগ 
সবার মনে লুকিয়ে  আছে যাপনের দুর্ভোগ ।
তবুও স্বাধীন  ভাবলে মনে অন‍্য রকম জোর
দুচোখ মুগ্ধ তাকিয়ে  দেখি স্বাধীন দিনের ভোর ।

পিছিয়ে  যারা অন্ধকারে হাঁটছে কাঁটা পথ
উল্টো স্রোতে এগিয়ে  চলে অন‍্যরকম মত ।
দেশের কথা দশের কথা  তাদের  কাছে টানে
ভুলকে ছেড়ে ফুল বুকে নেয় নিজের  স্বাধীন দিনে ।

আত্মত‍্যাগের গাথাবলী স্মরণ করে খুশি
ছড়ায় আলো সবার মুখে স্বাধীনতার হাসি ।
স্বাধীনতার স্বপ্প আলো মগ্ন শহীদ  স্মৃতি
স্বাধীন দিনে স্বাধীন ভেবে অন‍্য অনুভূতি ।

No comments:

Post a Comment