প্রলয়
তাপসী লাহা
বিশ্বাস করুন খুন একটাও হয়নি।
এসব মায়া, বিভ্রান্তি
রূপকথার বইয়ের পাতা খোলা ছিল,
টুকরো সুখের কবিতায় মন ভিজছিল
উল্টে গেছে পাতা দুমকো হাওয়ায় ।
বইয়ের ভিজে তলা, আঁশটে বিকার
সদ্য বাঁধ ভাঙা রক্ত, গরমের ওম লাগা
ধেয়ে আসে মেঘের শীতল শ্লোক
প্রলয় নিশ্চিত জেনে প্রস্তুত
বারুদের
বৃষ্টিরা
শুদ্ধতা নিয়ে বেঁচে যেতে দেখি
আকাশে ঈশ্বর সাধনারত।

Comments
Post a Comment