এভাবেই দিন যাচ্ছে
সুভাষ মজুমদার
এভাবেই দিন যাচ্ছে
আর রাতগুলো।
যদি রাত হয়, সকাল পর্যন্ত অপেক্ষা করুন
সারাদিনের ক্লান্তি দূর করে
ব্যস্ততার ক্লান্তি পূরণ।
সকালে, এটি একটি ব্যস্ত সময়
এটা কিভাবে মাধ্যমে পেতে
আমি তাই মনে করি না
এবং এর ভিত্তিতে
এটা সময় নষ্ট করার একটা অজুহাত।
আমার বয়স বাড়ার সাথে সাথে
সময় এগিয়ে যায়
এটা একটা দিনলিপির হিসাব হয়ে যায়
তারা বার্ধক্যে উপনীত হয়
এবং অবশেষে অনন্ত শয্যা।
এটাই জীবন
সময়ের পরিমাপ।
===============
সুভাষ মজুমদার
বঙাইগাও, অসম, ভারত

Comments
Post a Comment