কবিতা।। স্বাধীনতা দিবস ।। সমর আচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা।। স্বাধীনতা দিবস ।। সমর আচার্য্য

স্বাধীনতা দিবস

সমর আচার্য্য


আমাদের দেশ স্বাধীন এখন
আমরা সবাই স্বাধীন
বিদেশির থেকে মুক্ত হয়ে
নাচছি তাথই ধিন।

কত শহীদের রক্তে ভেজা
প্রিয় এই স্বাধীনতা দিবস
ছিয়াত্তর বছর পূর্ণ করল 
পেলো নাতো পূর্ণতা।

বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম
নেতাজি সুভাষ বোস
তাদের আত্ম বলিদান ভুলে
রয়েছি আমরা খোশ।

ওগো স্বাধীনতার বীর শহীদেরা
আজকের এই শুভদিনে
তোমাদের আমরা স্মরণ করি
শ্রদ্ধা ভরা মনে।

তিরঙা পতাকা আকাশে তুলে
জানাই তোমায় সেলাম
ছিয়াত্তরতম স্বাধীনতা দিবস
নাও আমাদের প্রণাম।

===========

সমর আচার্য্য
রায়গঞ্জ, উত্তর দিনাজপুর 

No comments:

Post a Comment