আসল স্বাধীন হবো
জগদীশ মন্ডল
মুক্তির জন্য জান দিয়েছে
আমার দেশের ভাই,
স্বাধীন হয়ে স্বাধীন দিনে
তাদেরই গান গাই।
স্মরণ করি বীর যোদ্ধাদের
যাদের অবদানে,
ইংরেজ শৃংখল মুক্ত হয়ে
স্বাধীনতা আনে।
উড়িয়ে দিই বিজয় কেতন
দেশের ভবিষ্যৎ,
ত্রিবর্ণ রঙ পতাকাটি
এগিয়ে চলার পথ।
এগিয়ে গেছি কিন্তু কী
কেটেছে অন্ধকার,
অশিক্ষার কালি দূর হলো
হলো কার উপকার ?
আসল স্বাধীন হবো তখন
সব হাতে কাজ পাবে,
দু-বেলা, দু-মুঠো খাবার
সবাই মিলে খাবে।
********************************
ঠিকানা::জগদীশ মন্ডল।।নতুন পুকুর রোড।।চড়কডাঙা।।পোস্ট::বারাসাত।।কলকাতা::700124
Comments
Post a Comment