ধ্রুবতারা
খগপতি বন্দ্যোপাধ্যায়
মহাবিশ্বে মহাজ্যোতি তুমি বিশ্বকবি
রামধনু রঙে এঁকে নিখিলের ছবি
কাব্যাকাশে বিরাজিত ওগো ধ্রুবতারা
তোমার প্রয়াণে আজ হই দিশেহারা।
সাহিত্য অঙ্গন তুমি সাজায়েছ ফুলে
কুসুমিত সৃষ্টিবন ছন্দ সুরে দুলে
সুবাস ছড়ায় বিশ্বে তোমার কলম
আনন্দেতে নাচে মন ব্যথায় মলম।
ছোটগল্প উপন্যাস অনন্ত অতল
প্রবন্ধ নাটক যেন সাগরের জল
ছড়া গান কবিতায় মেতে আছে বিশ্ব
তোমাকে হারিয়ে আজ বাঙালি যে নিঃস্ব।
বাংলা ভাষা পেল মান বিশ্ব দরবারে
তোমার ছায়ায় থাকি গর্ব অহংকারে
শতদল তুমি ওগো কাব্য সরোবরে
পুষ্প মাল্যে বিভূষিত পূজ্য ঘরে ঘরে।
যুগস্রষ্টা সত্যদ্রষ্টা কবি দার্শনিক
তোমার লেখনী যে গো চির প্রাসঙ্গিক
শ্রাবণের সাধ্য কি যে রবি ঢেকে রাখে
কালো মেঘ যায় সরে বৈশাখের ডাকে।
===================
খগপতি বন্দ্যোপাধ্যায়
মালঞ্চ, কবরডাঙ্গা, বাঁকুড়া
পশ্চিমবঙ্গ , ৭২২১০১

Comments
Post a Comment