স্বাধীনতার দিনে
মীরা রায়
স্বাধীন দেশে বাস করি মোরা
দেশের জন্য প্রাণ বিসর্জন করা
আমি উচিত মনেকরি।
দেশ ভালো রাখার করি অঙ্গীকার
দেশ তোমার আমার সবার অধিকার
ভালোবেসে আঁকড়ে ধরি।
দেশ আমাদের বাংলার সোনার ভারতবর্ষ
এখানে জন্মে গর্ববোধ করি হর্ষ
স্বাধীনতার দিনে স্মরি।
পনেরোই আগষ্ট আমরা পতাকা তুলি
শহীদের স্মরণ করে জানাই শ্রদ্ধাঞ্জলী
তখন গর্বে বুকভরি।
জাতীয় সংগীত গেয়ে সকলে আমরা
সকলে মিলে পতাকা তলে মোরা
স্বাধীনতার গান গাই।
প্রভাত ফেরী করি ড্রাম বাজিয়ে
কদম কদম চলি সারি দিয়ে
দেশের গান গাই।
=================
মীরা রায়, আঁকড়ি, শ্রীরামপুর, পুরশুড়া, হুগলি।

Comments
Post a Comment