কবিতা ।। স্বাধীনতা ।। রথীন পার্থ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 20, 2023

কবিতা ।। স্বাধীনতা ।। রথীন পার্থ মণ্ডল

স্বাধীনতা

রথীন পার্থ মণ্ডল


আমাদের কোনো দেশ নেই 
তবু স্বাধীনতা আছে,
আমরা এখনও মুক্ত নই
তবুও বর্বরতা আছে।

===============

রথীন পার্থ মণ্ডল
শশীভূষণ বোস রোড 
রাধানগর পাড়া 
পূর্ব বর্ধমান 

No comments:

Post a Comment