স্বাধীনতা ছিয়াত্তরে
শংকর ব্রহ্ম
অন্ধ কানাই আজও বছর ছিয়াত্তরে
দাঁড়িয়ে পথের মোড়ে
কেন যে বাটি হাতে ভিক্ষা করে
কে দেবে উত্তর তার?
তারা তো নীরব আজ
যাদের দায় উত্তর দেবার
বস্তিতে বস্তিতে রাস্তার কলে
জলের জন্য আজও কাড়াকাড়ি
পানীয় জলের জন্য মারামারি
বালতির আঘাতে মাথা ফাটে
মঙ্গলার মার
তাতে কিবা আসে যায় কার
কিন্তু এর দায় ভাগ কার?
বন্যায় আজও ভেসে যায় যার
ভিটে মাটি ঘর বাড়ি সব
তারা বুঝি আমাদের মত সব
স্বাধীনতা করে অনুভব?
====================
SANKAR BRAHMA.
ASHUTOSH PALLY,
GARIA,
Kolkata - 700 084.

Comments
Post a Comment