কবিতা ।। ফাগুন ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। ফাগুন ।। রঞ্জন কুমার মণ্ডল

ফাগুন মানে...

রঞ্জন কুমার মণ্ডল

ফাগুন মানে,গাছের শাখায় হাসে কচিপাতা
মৃদু মলয় হয়ে মধুময়,কয় বসন্তের  কথা।

ফাগুন মানে, রঙিন ফুলে মধুর হাসি ঝরে 
ফুল বাগিচায় প্রাণোচ্ছ্বাস বসন্তপ্রেম ফেরে।

ফাগুন মানে,জাগে লাবণ‍্য কিংশুক চলে দুলে 
রক্ত রাগের খেলা চলে  অশোক ছাতিম ফুলে।

ফাগুন মানে, হলুদ আভায় মাতে রাধাচূড়া
বকুল গন্ধের মদিরতায় জেগে ওঠে পাড়া।

ফাগুন মানে, রঙিন ডানায় প্রজাপতির ওড়া
লাল হাসিতে  কষ্ণচূড়া সত‍্যি নজর কাড়া।

ফাগুন মানে,শিমুল পলাশ প্রেমের আগুনজ্বালে 
ফাল্গুনী প্রেম উজাড় করে মন বিনিময় চলে।

ফাগুন মানে,কোকিল ডাকে কুহু কুহু তানে 
প্রকৃতি মা বদলায় রঙ  প্রশান্তি আনে মনে।

ফাগুন মানে,পুষ্পে পুষ্পে চলে অলির নৃত‍্য
আম মুকুলের সুগন্ধি বাস ভরিয়ে দেয় চিত্ত।n

ফাগুন মানে,হোলি উৎসব হর্ষে আবীর খেলা
নৃত‍্যে,হাস‍্যে,লাস‍্যে মেতে দোল দিয়ে যায় দোলা।

ফাগুন মানে,ফাগের রাগে মন যে মাতোয়ারা 
মন ফাগুনে ঝরে আগুন মেতে ওঠে প্রেমিকেরা।


=========
 
 
 
রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ, মহেশতলা, দঃ২৪ পরগণা
পিন -৭০০১৩৭. পশ্চিমবঙ্গ।

No comments:

Post a Comment