দুটি কবিতা ।। রথীন পার্থ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

দুটি কবিতা ।। রথীন পার্থ মণ্ডল

দুটি কবিতা 

রথীন পার্থ মণ্ডল 


১. সেই গন্ধটা 

পারফিউমের গন্ধটা অনেক দিনের চেনা, 
দক্ষিণের দরজাটা আজ বোধ হয় খুলে গেছে
নিঃসঙ্গতায় ভরা মনে 
চাপা অন্ধকার বয়ে বেড়ায়
অনুভবে অস্তিত্বের স্বাদ 
আজ যেন পেয়ে বসেছে
রক্তপলাশের রক্তিমতায় ভরে ওঠে মন
এখন এক ঝলক ঠাণ্ডা বাতাস চাই 
এক মুঠো ঝরাপাতা নিতে নিতে 
শয্যায় আঁকিবুকি খেলে আলপনার ছন্দ
কে যেন বসন্তের আবির রং মাখিয়ে দেয় মাথায়
ছুঁলো মনের প্রান্তর, উঁকি মারে আকাশে
চোখে অশ্রু জলের বন্যা বয়
তবুও দেখি পরশপাথরের ছোঁয়া লাগে
তুমি এসেছো আজ এখানে
তাই চন্দনী পারফিউমের গন্ধটা 
আজ ফিরে এসেছে ঘরে।।

২. পটপরবর্তী

সব শব্দ, বাক্যবন্ধ ক্রমে পর্ণমোচী
বিপরীত নিরাময়ে একা একা ঝরে
ঋতুচিত্রে নির্নিমেষ  জেগে থাকে ঘুম 
বিষণ্ণ রোদ্দুর মেখে বড় হওয়া গল্পগুলো 
উত্তরাধিকার সূত্রে জলাভূমি খোঁজে, ডিম পাড়ে
পরিযায়ীদের এ মরশুম।
যদিও দেরীতে শীত, অপেক্ষায় আছে 
অর্ধেক হলুদ হয়ে যাওয়া কবিতারা
উষ্ণতার অছিলায় হেঁটে যাবে শেষ ফিউরেনাল
কবে যেন ভুল করে খাতায় লিখেছি 
অসুখের নাম মুগ্ধতা 
আজ আর অন্তমিলে পালাতে পারি না।

-----------------------------

রথীন পার্থ মণ্ডল 
শশীভূষণ বোস রোড 
রাধানগর পাড়া 
পূর্ব বর্ধমান
৭১৩১০১


No comments:

Post a Comment