কবিতা ।। বরং তুমি গাছেদের গল্প বল এবার ।। বিশ্বনাথ প্রামানিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

কবিতা ।। বরং তুমি গাছেদের গল্প বল এবার ।। বিশ্বনাথ প্রামানিক

বরং তুমি গাছেদের গল্প বল এবার 

বিশ্বনাথ প্রামানিক


বরং তুমি গাছেদের গল্প বল এবার

সোজাসুজি ফুলের গন্ধ ছড়াক আকুল 

আস্তানাটা মৌমাছিদের কূঞ্জে আবার   

পাতায় ফাঁকে থাকুক লুকিয়ে  ব্যাকুল

 

মনের সাথে মনের  বেড়া  

অনেক হল স্বপ্নদেখা, স্বপ্নপরীর দেশে

খেয়াল-খুশি বাঁধন ছেঁড়া  

নিত্য রঙের টানাটানি সাজিয়ে রাখুক মৌন-আবেশে    

 

আকাশ ভরা নীলের ফানুস

উড়ু  খুশি  প্রাণে  

লতার ফাঁকে লুকিয়ে কোকিল-মানুষ

অনিঃশেষ ভাসুক গানে গানে ...  

  -------------  

১৩/০২/২৩

No comments:

Post a Comment