ভাষা দিবসের ছড়া ।। রঞ্জন কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, February 15, 2023

ভাষা দিবসের ছড়া ।। রঞ্জন কুমার মণ্ডল

একুশ মানে

রঞ্জন কুমার মণ্ডল


একুশ মানে  প্রাণের ভাষা
মাতৃভাষার গান 
ভাষা শত্রু  রুখতে  গিয়ে
জীবন বলিদান।

একুশ মানে রফিক  সালাম 
বরকত দের রক্ত 
ভাষার  জন‍্য প্রাণটি দিল
প্রাণের ভাষা মুক্ত।

একুশ মানে ভাষার লড়াই 
তুচ্ছ জীবন ভয়
উঁচিয়ে শির বীরের মত
মাতৃভাষার জয়।

একুশ মানে ভাষা একুশ 
হৃদয়ে তার লালন
ফ্রেব্রুয়ারি একুশ মানেই 
ভাষা দিবস পালন।

একুশ মানে মাতৃভাষার
মুক্তির গান গাই
মাতৃভাষা জাগায় আশা
খুশির অন্ত নাই।

=============
 
 
 
রঞ্জন কুমার মণ্ডল 
সারাঙ্গাবাদ, ভায়া-বজবজ
জেলা -24পরগণা(দঃ), পিন-700137.

No comments:

Post a Comment