জল, জলের প্রবাহ
তরুণ মান্না
জলের প্রবাহ থেকে
দুহাত প্রদীপ করে তুলেছি প্রার্থিত জল
একদিন দেখি, বোকামি আর
ভালো মানুষীর আঙুল গলে
সব জল ঝরে গেছে
হাতে লেগে ক্ষণিকের স্নিগ্ধতা।
সময় বয়ে গেছে জলের মতো
মুছে গেছে জলের দাগ
ঘুচে গেছে স্নিগ্ধতা
সর্বাঙ্গে ক্লেদ ও কলুষ মেখে
অধোগামী জল বয়ে গেছে
নাবাল ভূমিতে।
---------------------
Tarun Manna.
Vill-Khandalia.
P.O.-Kalatalahat.
Via-Falta.
PIN-743504.
Dist-South 24Parganas.

Comments
Post a Comment