শান্তির খোঁজে
সাইফুল ইসলাম
নুন আনতে পান্তা ফুরোয়,পকেট গড়ের মাঠ
ঘুম ভাঙতেই গিন্নী কহে,যাওনা বাজার হাট।
ছেলেমেয়ের দাবী অনেক,কেউ খাতা কেউ বই
আমার বেদন বুঝতে পারে এমন মানুষ কই?
মনের শান্তি ফিরে পেতে বাড়ির বাইরে এসে
দমবন্ধ হচ্ছে আমার দূষিত পরিবেশে।
গাড়িগুলো ছুটছে জোরে,কালো ধোঁয়া ছেড়ে
চারিদিকে বিকট শব্দ আসছে যেন তেড়ে।
শান্তি পেতে ছুটে বেড়াই,সকাল থেকে রাত
অশান্তিরা দলবেঁধে সব করছে বাজিমাত।
আর কতদিন জ্বলব এমন অশান্তির অনলে
দিনে দিনে সোনার পৃথিবী, যাচ্ছে রসাতলে।
খাঁচার মধ্যে বন্দী জীবন, মুক্ত গগণে চায়
অশান্তি যা আছে থাকুক,আর যেন না পাই।
-------------------------
সাইফুল ইসলাম
গ্রাম-বর্দ্ধনপাড়া
ডাকঘর-পঞ্চহর
জেলা-বীরভূম

Comments
Post a Comment