সাদেকুল ইসলাম
বছর ঘুরে ভাষার মাস ফেব্রুয়ারী
এসেই গেছে ভাই
একুশ তারিখ প্রভাত ফেরিতে
শহীদ মিনারে যাই।
শহীদ মিনারে গিয়েই দেখি
দিচ্ছে সবাই ফুল
খালি পায়ে হাটছে সবাই
হচ্ছে না কারোর ভুল।
রফিক, শফিক, জব্বার, বরকত
আরো নাম নাজানা অনেকে
বাংলা ভাষার জন্য তারা
বিলিয়ে দিয়েছেন নিজেকে।
ভাষা শহীদদের স্মৃতি স্মরণে
পালন করছি নিরবতা
বিশ্বের ইতিহাসে কোথাও নেই
ভাষার জন্য করতে এমনটা।
আমরা আজি বাঙালি হয়েও
দিচ্ছি না ভাষার মান
২১শে ফেব্রুয়ারী চারিদিকে ভাসে
মাতৃভাষার গান।
বাংলা আমার মায়ের ভাষা
আমি বাংলার সন্তান
নিজের জীবন দিয়ে হলেও
রাখবো ভাষার মান।
=============
সাদেকুল ইসলাম,
কিশোরগঞ্জ, নীলফামারী,বাংলাদেশ।

Comments
Post a Comment