আমাকে খুঁজে পাবে চোখে দিলে চশমা
বলরাম বিশ্বাস
অনন্ত কাল ফিরে গেছে গোধূলিবেলা কাছে এলে; ঘুমন্ত শিশু দুপুরের খাবার হজম করে কেঁদে উঠল। এইতো বলে মা কাছে এল না।
গোটা দিন বেকারত্ব। আসছে জীবনের অকাটানো দিনগুলো নাকি ভবিষ্যৎ!
বসে থাকা শহরে শুধু মুখগুলো বাজে ঘোমটা পড়ে নাচতে চাইছে : আজও কিছু মিথ্যা নিয়ে সংকটমোচনে সংসার।
তুমি অপরের সংসারে সং সেজে আমার দিকে মন। ভালোবাসা দুজনের মাঝে পড়ে বাঁচতে চায়।।
ঘোমটা দাও। সন্ধ্যায় রূপবতী ; আদেখলা চোখগুলো ছোকছোক....
দিন এক। দিন দুই। দিন তিন।
আশ্চর্যের কাছে আমরা অদ্ভুত।।।
তুমি আমাকে খুঁজে পাবে এই ভূমি। চোখে দিলে চশমা। ভুলে যাওয়া ভোরগুলো ক্ষণিকের
শীতল বাতাসে মাথা রাখি। নিউরণগুলো বার্তা পাঠিয়েছে....
ঘুম এল।। চিরঘুম।। অধরা এই পৃথিবী।।

Comments
Post a Comment