রবি 'ঠাকুর' !
তোমার রচিত বহু গানের সুর
পাশ্চাত্য ছোঁয়ায় ছিলো ভরপুর
তার জন্য শুনতে হয়েছিলো সমালোচনা
সঙ্গে চলতো নানান আলোচনা
কেউ বুজে, কেউ না বুঝে
কেউ আবার ঈর্ষায় ভুল খোঁজে
তবুও তোমায় পারেনি দমাতে
একটুও পারেনি দাপট কমাতে
তোমার বড় অস্ত্র ছিলো নোবেল জয়
সমালোচকদের করতে পরাজয়
তোমার অসাধারণ, অশেষ সব সৃষ্টি
যেন মুষলধারে পড়ে সাহিত্যের বৃষ্টি
তবে রবীন্দ্রচর্চা আরো ব্যাপকভাবে হলে ভালো
গবেষণাধর্মী লেখালেখি জ্বালবে আলো
শুধুমাত্র একদিন পালন করে তোমাকে সাজিয়ে রেখে
ফুল দিয়ে 'ঠাকুর' বানিয়ে তোমার গবেষণাকে দিচ্ছি ঢেকে !
===================
রাজা দেবরায়
আগরতলা, ত্রিপুরা
চলভাষ এবং হোয়াটসঅ্যাপ - 07005712884
|
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |

Comments
Post a Comment