সাংসারিক
বরিশালের ইলিশ আমার মায়ের হাতে উল্লাসে নাচে
মিহিন চালের ভাত আর ইলিশের ঝোলে
পাঁচ ভাইবোনের পাতে মা পৃথিবী ঢেলে দিতেন
সেইসবে জড়িয়ে যেতো আমাদের ছেলেবেলা।
এখন আমাদের পৃথিবী খণ্ড খণ্ড মেঘের মতো,
চোখের জলে প্লাবিত ছিন্নভিন্ন আমরা -------
বরিশালের যোগেন মণ্ডল বাবার গলায়
বার বার করে আওয়াজ তোলে -------
সেখানে আমার চার ভাইবোন আর থাকে না,
বাবা আর আমি একা----
একা সে ভুবন
বাবার বাগানে আমি একা একা হাঁটি
আমার মা আজও ইলিশের ঝোলে খোঁজেন
আমাদের পাঁচ ভাইবোনের খুনসুটি
দূর আকাশে শূন্যে চিল ওড়ার মতোই আজ এসব অধরা
বাবা আর মা'র মাঝখানে আমি
দুই ভুবনের ইতিহাস আঁকি
আমার বোনেরা এখন এইসব স্মৃতি কুড়িয়ে রাখে।
==================
জীবনকুমার সরকার
পরশপাথর অ্যাপার্টমেন্ট
৩ নং গভঃ কলোনী
ইংরেজ বাজার
মালদা
৭৩২১০১
আলাপ : 9434818523
|
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |


Comments
Post a Comment