কপর্দকহীন
ভাঙা চাঁদ হাতে নৌকার মতো শরীরজলহীন ভুঁই পার হয়ে যায় অনায়াস।কপর্দকহীন ভালোবাসা...বড়ো সাধ জাগে — ষোলো কলা মন খানেক নড়েচড়ে।উজ্জ্বল অন্ধকার বাউল সুর...আবার ও দে ছুট...হৃদয়ে ভাঁজে ঘাস জল - ভাঙ্গা ঢেউউপড়ে দেখো আকাশের ঘরবাড়ি - ফেলে আসা কবেকার...কোথা হতে আসে এত সাধ মন খানিক নড়েচড়ে, ঘুম পাড়ানির গান...বুক ভাঙে গড়ে অকাতরে।স্নানঘর ভেজা জল পা — প্রসাধনী বিজ্ঞাপনমানচিত্র আঁকা সিঁড়ি —সিঁড়ি পিছল রোদ সুখ—যাজ্ঞসেনীর যজ্ঞ তাপ —হৃদয় ভাঁজে এখনো জেগে ঘাস—জল উপড়ে আবারও দেখোঘরবাড়ি ফেলে আসা কবেকার...
====================
© সোমা ঘোষ1/16 Rupchand Mukherjee Lane Bhawanipur Kolkata 25
|
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |


Comments
Post a Comment