মা আসছেন বুঝি !
সেদিন, ----
ঘুম ভাঙতেই পড়লো চোখে সোনারোদের আলো,
বাতাসটাও কাছে এসে শুভেচ্ছা জানালো !!
দেখতে পেলাম বর্ষা শেষে প্রকৃতি যেন হাসছে,
নীল আকাশে সাদা মেঘের হরেক ভেলা ভাসছে !!
এবার-ই তো খালে বিলে শাপলা-শালুক ফুটবে,
পদ্ম ফুলের মধু খেতে মৌ-মাছিরা জুটবে !!
ভোরের বেলায় রাশি রাশি শিউলি পড়বে ঝরে,
বীরেন্দ্রকৃষ্ণের চন্ডীপাঠ মহালয়ার ভোরে !!
আসবে শরৎ শিশির ভেজা ঘাসেতে পা ফেলে,
জবা, টগর, স্থল-পদ্ম পাঁপড়ি দেবে মেলে !!
নদীর ধারে কাশের গোছা দোলাবে তার মাথা,
শরৎ ঋতু খুলবে তখন আগমনীর খাতা !!
কুমোরপাড়া ব্যস্ত হবে , কত্তো তাদের কাজ,
প্রতিমা-র রঙ করা আর পরাতে হবে সাজ !!
এমনি করে এসে যাবে মহা-পঞ্চমীর ভোর,
চলবে তখন চক্ষুদানের ভীষণই তোড়জোড় !!
সেই তালেতে উঠবে বেজে তাকুড় নাকুড় ঢাক,
বছর বাদে মা আসছেন অমঙ্গল সব যাক !!!
=======০০০=======
গোবিন্দ মোদক
রাধানগর, কৃষ্ণনগর, জেলা : নদিয়া।
পশ্চিমবঙ্গ, পিন --- 741103
WhatsApp/ফোন: 8653395807
|
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |


Comments
Post a Comment