দেবতার খোঁজ
স্বর্গেই থাকে দেবদেবীগণ সেটাতো সবার জানা
চুপিচুপি বলি আসল ঘটনা যেকথা বলতে মানা
স্বর্গেতে আছে সুখের ঠিকানা ভুল ভুল বিলকুল
বলেছিল যারা বোকা ভেবে তারা দিয়েছিল খুব গুল
তাই যদি হবে ঠাকুর দেবতা কেন ফিরে আসে ধরা
একদিন বলে পাঁচদিন থাকে দেখিনাতো কোনো ত্বরা
আরামে আয়েশে ক্ষীর ও পায়েসে ভরায় উদর রোজ
ভক্তের দল উপবাসে থাকে রাখেনা সেসব খোঁজ
অনাথের ডাকে সাড়া দেয় কই থাকে বড়লোক বাড়ি
ঝলমল করে হিরে মোতি সোনা চড়ে বিশ লাখি গাড়ি
ফুটপাথে বুক করে ধুকপুক হাড় জিরজিরে খাঁচা
দিন থেকে রাত, রাত থেকে দিন মরতে মরতে বাঁচা
ভগবান আজ নয় ভক্তের শক্তের তিনি বশ
উলঙ্গ শিশু একা পথ হাঁটে চোখে জল টসটস
দেখেও না দেখে মুখটি ফিরায়ে থাকেন চোখটি বুঁজে
অবোধ মানুষ বৃথা মাথা কোটে বেড়ায় দেবতা খুঁজে |
--------
সবিতা বিশ্বাস
প্রযত্নে – লন্কেশ্বর বিশ্বাস
গ্রাম + পোস্ট – মাজদিয়া (বিশ্বাসপাড়া)
(শুভক্ষণ লজের পাশে )
জেলা-নদীয়া পিন-৭৪১৫০৭
ফোন-৮৯০০৭৩৯৭৮৮
ভারত
ই মেইল- sraybiswas@gmail.com
|
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |

Comments
Post a Comment