ঈপ্সা
---------
খুব ইচ্ছে করে ...
তোমার বিশাল পৃথিবীতে একটা ছোট্ট আকাশ হতে৷
যে আকাশের মেঘে মেঘে থাকবে ফাল্গুনী প্রেম
সন্ধ্যার বিরহে, চুম্বনের বিষে সেই আকাশ হবে মাতাল৷
খুব ইচ্ছে করে...
তোমার বিশাল পৃথিবীতে একটা ছোট্ট বারান্দা হতে৷
যে বারান্দায় সঙ্গমের পাখিরা ঠোঁট বাড়িয়ে শিস্ দেবে
অভিমানের অন্দরমহলে তোমার উষ্ণতাকে প্রশ্রয় দেবে ৷
খুব ইচ্ছে করে ..
তোমার বিশাল পৃথিবীতে একটা ছোট্ট মুহূর্ত হতে
যে মুহূর্তটা সাক্ষী থাকবে তোমার নির্বাক জন্মান্তরের
যে জন্মে আমার বিশাল পৃথিবীতে তুমি হবে দিন-রাত্রির দিনলিপি ৷
আর ...
একটা মস্ত বড় আকাশ , খোলা বারান্দা,অনেকগুলো সুখের মুহূর্ত ৷৷
______________
Madhumita Ghosh
22/ 1, gopi krishna goswami road
Bhatpara
North 24 pargana
|
সহযোগিতা
কাম্য এই সংখ্যার সমস্ত লেখা একত্রিত করে একটি
সুসজ্জিত ইবুক তৈরি করা হয়েছে। আপনি যদি সংগ্রহ করতে আগ্রহী হন তাহলে ৯৪৩৩৩৯৩৫৫৬
নম্বরে ন্যুনতম ১০ টাকা google pay, phonepe, paytm, freecharge বা amazon pay করতে
পারেন। প্রদানের স্ক্রীনশট ওই নম্বরে whatsapp করলেই ইবুকটি পেয়ে যাবেন। সহযোগিতা
কাম্য। |


Comments
Post a Comment