মরু হাওয়া
পুজোয় সবার নতুন পোশাক
আমরা কোথায় পাবো!
স্কুলে যাবার একটি জামা
সেটাই পরে যাবো।
বাবা আমার কৃষি মজুর
খাটে পরের চাষে
এখন যে আর কাজ কিছু নাই
ভরা আশ্বিন মাসে।
বর্ষা ভালো হয়নি এবার
অনেক জমিই ফাঁকা
দুঃখ মাখা চাষীর আকাশ
ধার দেবে কে টাকা!
রাতে বাবার ঘুম আসেনা
চিন্তা রাশি রাশি
'একশো দিনের কাজ'টা হ'লে
ফুটতো মুখে হাসি।
ভাবনা এখন,কেমন করে
জুটবে খাওয়া দাওয়া
আমার খুশির কুসুম খসায়
শুষ্ক মরু হাওয়া।
+++++++++++ ০ +++++++++++
দূর্গা চরণ ঘোষ
খোশনগর
যাত্রা
বীরভূম
৭৩১১২৪
৭৭১৮৩০৪০৩৬
Comments
Post a Comment