চন্দন মিত্রের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

চন্দন মিত্রের কবিতা



জাগৃতি 


সেই থেকে সাঁকোর এপারে পেরিয়ে গেল ওরা সব

তুলোর পাঁচ আঙুল আমার তালুতে খেলছে

হাওয়ায় হাত চালিয়ে ধরা আমার এই পাঁচ আঙুল

ভাবনা ছিল শিস দিয়ে উড়ে যাবে এখন গাইছে

ভরদুপুরে এই তিরপিনির মাঠে সামনে দুই পেছনে দুই

চেনা ছায়া

একটু আগে সিঁদুরে-ঘোড়ার মাথায় আরোহীর মাথায়

মেরেছি গাঁট্টা

একারণে আঙুল ফেটেছে কলাগাছ হয়নি

বরং অর্ধ-ক্রোশ ঠা-ঠা রোদে গা ঘামাতে হয়েছে

ছায়ামূর্তিদের চোখ মুছিয়ে মাঠ ছেড়ে বাঁধা সড়কে উঠি

যত যাওয়া যায় দুপাশে অফুরন্ত কাশ সাদা সবুজ

ফুটে উঠল সড়ক লাগোয়া সাঁকো ডানদিকে

বামদিকে গ্রাম কালো কালো এঁটো পাতা

অকস্মাৎ শিস দিয়ে তুলোর পাঁচ আঙুল সাঁকোর ওপারে

ওপারে দাড়িবৃক্ষ তলায় ঢিল-ঝোলানো বাপ

একে একে ছায়ারাও সব

সাঁকোর এপারে মাদল শুনতে শুনতে

সেই যে আমার অনিবার্য জাগৃতি শুরু হল

=============================

No comments:

Post a Comment