পবিত্র কুমার ভক্তার অণুকবিতাগুচ্ছ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

পবিত্র কুমার ভক্তার অণুকবিতাগুচ্ছ


১ 

বেদনা


বিস্রস্তবসন, অবিন্যস্ত ভাবনারা অঙ্কুরিত হতে চায়
মৌনতায় গর্ভযন্ত্রনা
মিশমিশে অন্ধকারে সৃষ্টিস্রোত, থমথমে ছায়া
পংক্তি পাঁজরে হাত রেখে, হা-পিত্যেশ বেহায়া।

২ 

শরনার্থী


ও আকাশের মেঘেরা এসে খোঁজ নেয় শুধু
এ আকাশের কাছ ঘেঁসে এলে, তারা
আর খোঁজ নেয় অব্যক্ত যন্ত্রনারা
স্মৃতিঘাতে ভাসে ভিটে, রাজপাট সহচর
বিস্ময় শুধু আকাশে, মাটিহীন যাযাবর

ছাদে ওঠা


একটা অন্ধগলি বেয়ে যে সিঁড়ি উঠে গেছে
একা একা ছাদে
উন্মুক্ত আকাশের সাথে
বিকেলের রোদের নরম ছোঁয়া আমাকে আতুর করে
ধীরে, আরো ধীরে সন্ধ্যা আসে নেমে
বেড়ে ওঠা ক্ষনিকের সুখে।
শাক পাতাদের সাথে
হলুদ ফুলের সারি ছাদে আশা দেখায়
ক্ষয়িষ্ণু আবেগের জায়গায় কর্তব্য জায়গা করে
দ্রুতগামী গাড়ীদের শব্দে দালানের ইঁট ভাঙে
ভাঙে আমার গড়া নদীর পাড়
সেই শব্দের প্রতিধ্বনি আমার হৃদয়ে
তাইতো অন্ধকারে সিঁড়িগুলো মাড়িয়ে ছাদে ওঠা
============================

প্রেরকঃ পবিত্র কুমার ভক্তা
গ্রাম- পাটনা, পোঃ - অজয়া, থানাঃ- খেজুরী,জেলাঃ- পূর্ব মেদিনীপুর, পিন- ৭২১৪৩০ 
সম্পাদিত পত্রিকাঃ  "অঙ্কুর' , "কমিউনিকেশন' 'খেজুরীর মুখ'[সহ সম্পাদক]

No comments:

Post a Comment