প্রতীক্ষা
তোমার নীলচোখে
দেখেছি ঘন ছায়া
দাঁড়িয়ে ছিলে তুমি
পথের ওই বাঁকে
পিঠ যে ভরা ছিলো
গভীর কালো কেশে
পরনে নীলাম্বরি
মিলিয়ে ছিল চুড়ি
তাকালে তুমি পাশে
মুচকি মধু হেসে
দেখেছি তোমা মাঝে
কী এক যাদু মায়া
দাঁড়িয়ে আছি আমি
তোমার পথ চেয়ে ।
*****
খগপতি বন্দ্যোপাধ্যায়
মালঞ্চ, বাঁকুড়া
৭২২১০১
দূরভাষ: ৯৪৩৪৩০৫৬২১
Comments
Post a Comment