মাপজোখ
যেটুকু অপ্রাসঙ্গিক। সেটুকু ব্যতিক্রম। অসামর্থের স্লোগানে
খোলস ছেড়ে বেরিয়ে আসে সময়। অশান্ত যৌবন। অবুঝ।
বরখাস্ত আমার চাকরিজীবী স্বত্ত্বা। আধখাপচা সাফল্য সোপানে
পা জড়িয়ে ধরে ডেইলি রুটিন। স্যাঁতস্যাঁতে। কালচে সবুজ।
মেশে কফি কাপে তিক্ততা। অপরিণত প্রণয়।
সাথে পরিচিত কথারা। বলো কি খবর? কি করা হয়?
তারপর এক আলতো চুমুক। আর নিমেষে বাষ্পায়িত জ্যামিতিক অনুভূতি।
কিছু সংকীর্ণ মন। সরলরৈখিক দূরত্ব থেকে সম্পর্কের ত্রিভুজ।
পারভেজ মল্লিক
৬/১৮ মহিস্কাপুর রোড, দুর্গাপুর- ৭১৩২০৫, পশ্চিম বর্ধমান
Comments
Post a Comment