প্রিয়ব্রত দত্তর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, October 24, 2018

প্রিয়ব্রত দত্তর কবিতা

*ফেরা*

.....................

রাতের অজানা বুকে, অচেনা পাখির মতো
বসে আছো চুপ,
বহুকাল পরে, বিরহের পথ ধরে
তৃষ্ণার্ত চাতকের মতো
আমি তো দিশাহীন, এলোমেলো সংলাপে
কাছে টানি খুব,
ব্যথাতুর হৃদয়ের শোক যত, অবিরাম বর্ষনে
ফিঁকে হয়ে আসে,
টুকরো মেঘের আড়ালে, উঁকি দেয় চাঁদ
জোৎস্নার আভাসে,
আমি তো চিনেছি এবারে তোমায়, রহস্য-চোখের তারায়
অমোঘ ইশারায় !
.........................



*অন্তঃসার*

..................

দীর্ঘশ্বাস
অবিশ্বাস
মেঘেদের আনাগোনা
ক্ষয়িষ্ণু ইটের বুক চিরে,

বাহুডোর
মৃদু দহন
ঈর্ষার বালি ঝরে
ইমারতের আনাচে কানাচে,

দৃষ্টিপাত
স্পর্শহীন
পতন অবিরাম
নীরবে মানস সরোবরে

ঢেউ ওঠে
নিস্তরঙ্গ
ভাবলেশহীন
তোমার আমার সংসারে |

No comments:

Post a Comment