শীত বৈচিত্র্য
সুমিতা চৌধুরী
মিহি বরফের মতো কিছু শীত গলে আদুরে পশমিনা শালে,
ফায়ারপ্লেসের উষ্ণতায় মৌতাত পোহায়।
কফির পেয়ালার ধোঁয়ায় গাঢ় আবেগী সন্ধ্যা নামে,
দস্তানা হাতের আঙুলে আঙুল জড়িয়ে প্রেম বাসর সাজায়।
কিছু শীত উপোসী একলা রাতে একটু উষ্ণতার খোঁজে
চাঁদের কাছেই ব্যার্থ প্রেম যাচে।
নীল ব্যথার আলিঙ্গনে জেগে থাকে ঠায় কতো রাত,
বারেবারে ক্ষতবিক্ষত হয় আপন মনের ভাঙা আয়নার কাঁচে!
কিছু শীত ভীষণ করাল দৈন্যতার উদলা ফুটপাথে,
জীবন মরণের মাঝে সূক্ষ্ম সুতোয় অনিশ্চিত যাপন
জীবন সংগ্রামের কঠোর পাঠ নেয়।
এভাবেই বিভিন্নতায় শীত বসত গড়ে কিছু লহমাকে করে আপন।।
=============
Sumita Choudhury
Liluah, Howrah
Comments
Post a Comment