রক্তের স্বাদ
বিপ্লব নসিপুরী
ভনভন করত কুৎসিত মাছির মতো।
অগভীর মনের গভীরে পুঞ্জীভূত কথাগুচ্ছ
ব্যক্ত করেছিলাম বহুদিনের আধুনিক বাহুল্যবর্জিত
অকাজের জিনিসের ভীড়ে ঠাসা কুয়োর মুখে,
কালো শ্যাওলার আস্তরণে মোড়া অগভীর
কুয়োর জমাট অন্ধকারে, ধিকধিক করে
জ্বলছিল প্রাণের আলো মৃদু,অতি ক্ষীণ।
একেবারে নিশ্চুপ, নির্বাক, পরাজিত সেনার
মতো শুনেছিল বহিরজগতচ্যূত একটা কুনোব্যাঙ,
দীর্ঘদেহী কোমল মতি সর্প আর একদল মশা,
যারা ছিল রক্ত স্বাদ হতে একেবারে বঞ্চিত।
কুয়োটা আজ শূন্য, নির্বাপিত আলোকবিন্দু,
জীবহীন জড়ের আধার আঁধারে পরিপূর্ণ।
কোমলতার খোলস ছেড়ে সর্পের আগ্রাসী
আস্ফালন, বাতাসের উদর ক্রমশ ভারী আরও
ভারী হয়ে উঠছে, পান করে বিষের বাষ্প।
সাবধান খুব সাবধান,বুভুক্ষু সর্পটা পেয়েছে
রক্তের স্বাদ,রক্তিম শোণিত ধারার স্বাদ।
মিটবে না অসীম ক্ষুধা হবে রক্তশূণ্য ধরা।
=============
কলমে বিপ্লব নসিপুরী
গ্রাম+পোস্ট শীতলগ্রাম
জেলা বীরভূম
পিন-৭৩১২৩৭
Comments
Post a Comment