কবিতা ।। শীতকাল ।। অঙ্কিতা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। শীতকাল ।। অঙ্কিতা পাল

 

 শীতকাল 

 অঙ্কিতা পাল 



শীতের সকাল
হিমেল বাতাস,
কুয়াশা মাখা
ললিত রবি,
তাল নারিকেলের
বক্ষ মাঝে,
প্রথম তাহার রশ্মি
যখন পাত্রে রাখা 
পদ্ম পাতায় পরে -
আহা ! কি চমৎকার
পুকুরের শান্ত জলে
তার ই অঙ্কিত ছবি
যেন ভেসে ওঠে,

ওই যে দূরে মাঠের পরে
সোনালী ধান ক্ষেতের আগায়
এক বিন্দু শিশির
দেখতে ভারী মিষ্টি লাগে,
সেই সাথে সাথে
পাখির কাকলি
বড়ই সুমধুর ।।

ওই মেয়ে টি
খোলা চুলে
দাঁড়িয়ে আছে
ছাদের কোনায়।।
মিষ্টি রোদ
হামাগুড়ি দেয়
দুপুর বেলায়।
হলুদ সর্ষের মেলায় ,
হালকা সমীর।

এবার রোদের বাড়ি ফেরা
পড়ন্ত বেলায় -
উত্তরে হাওয়ায় দোলা।
পাখির দল
বাসায় যাক ;

আকাশ খানি মেলে ধরুক
হাজার তারা র রাশি।।

============

নাম - অঙ্কিতা পাল
ভাঙ্গড় দক্ষিণ ২৪ পরগনা





 

No comments:

Post a Comment