কবিতা ।। ভালোলাগা  ।। আজিজ উন নেসা  - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

কবিতা ।। ভালোলাগা  ।। আজিজ উন নেসা 

ভালোলাগা 

আজিজ উন নেসা 


অচকিতে আঙ্গুল ছুঁয়ে যায় 
পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির হাতে....
মনে চাপা ভয় মিশ্রিত উচ্ছ্বাস চল্কে ওঠে,
চোখে মুখে তরঙ্গ খেলে যায়! 
জলধারা মাটির তলদেশ আর বয়ে যেতে না পেরে 
শত উচ্ছ্বাসে আছড়ে পড়ে পাহাড়িয়া ঝর্না! 
চোখে চোখে কিছুক্ষণের চাওয়া চায়ি...
ক্ষণিকের ঘটনা আজ ও স্মৃতির পাতায়  
স্নিগ্ধ কোমল স্পর্শ দিয়ে যায়,
জ্বলে ওঠে এক সুগন্ধ মোমবাতি!
==============


আজিজ উন নেসা
৯ সার্কাস রেঞ্জ, বেকবাগান, কোলকাতা-১৯ 




No comments:

Post a Comment