ভূতের লেখা ছড়া ।। বদরুল বোরহান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 20, 2025

ভূতের লেখা ছড়া ।। বদরুল বোরহান

 

ভূতের লেখা ছড়া

বদরুল বোরহান 


ভূঁতং ভূঁতং ভূঁতং
আঁমি ভূঁতের পুঁতং
খেঁলতেঁ ভাঁলোবাঁসি আঁমি
কুঁতং কুঁতং কুঁতং।

এঁটা আঁমাঁর ছঁড়াঁ,
ভীঁষঁণ মিঁঠেঁ কঁড়াঁ।

আঁমাঁর ছঁড়াঁ পঁড়ঁলে তোঁমাঁর
লাঁগবেঁ ভাঁলোঁ খুঁব,
মাঁঝ রাঁত্তিরেঁ দিঁঘিঁর জঁলেঁ
দেঁবেঁই তুঁমিঁ ডুঁব।

ভূঁতং ভূঁতং ভূঁতং
আঁমি ভূঁতের পুঁতং
আঁমাঁর মুঁখেঁ দেঁখঁবেঁ তুঁমিঁ
হাঁজাঁর রঁকঁম খুঁতং।

       -------------------

No comments:

Post a Comment